উদ্ধার হলেন তিনি


ওপরে যে কার্নিশে এসির বক্স টা দেখছেন, এই তিন তলার কার্নিশে  বিড়াল টি সম্ভবত ২-৩ দিন আটকে ছিল। ৭ এপ্রিল  খবর পাওয়ার পরে ২মিনিটে উদ্ধার করা হলো।



 এর পরে জল ও খাওয়ার দেওয়া হলো , জল অনেকটাই খেল, তার পরে অনেক চেষ্টায় মাছ-ভাত খেল। অর্থাৎ ও সম্পূর্ণ সুস্থ।  


যাই হোক নিজেদের সুরক্ষিত রেখে ওদের জন্য কাজ করতে পেরে খুব ভালো লাগে। আন্তরিক ভাবে সকলের পাশে থাকাই, পরশের কাজ। আপনারাও পরশের নিজের মতো পাশে থাকুন। 


 

Comments