এদের গায়ে রং নয়

 


রাত পোহালেই রঙের উৎসব। এই রঙের উৎসবকে ঘিরে বহু মানুষ আনন্দে মেতে ওঠেন। একে অপরকে বিভিন্ন রঙে রাঙিয়ে দেন। 
বিজয়গড় পরশ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সকলকে দোল উৎসবের আগাম শুভেচ্ছা জানাই।  এই রং এর উৎসবকে সুস্থভাবে সম্পন্ন করুন কিন্তু আপনাদের গৃহপালিত পশু বা পথ পশুদের কোনভাবেই রং লাগাবেন না। 
এই রঙের এক বিপরীত প্রকোপ কিন্তু এই পশুদের উপর পড়ে যায়। তাতে দেখা দিতে পারে চর্ম রোগের সমস্যা।




Comments