উদ্ধার করে চিকিৎসা চলছে

 


আজ দুপুরে আমার কাছে ফোন আসে একটি বাচ্চা বিড়াল অসুস্থ। সন্ধ্যা নাগাদ সেখানে পৌঁছে, অনেক খুঁজে পাওয়া যায় বাচ্চাটিকে। 


পেটোপিয়ার গৌরব বাবুকে ফোন করলে, সে জানায় ডাক্তার আসছে। আমরা বাচ্চাটিকে উদ্ধার করে চিকিৎসা শুরু করলাম। Temparature কিছুই ছিল না। স্যালাইন দিতে নার্ভ পাওয়া যাচ্ছিল না। ডাক্তার গৌরব মজুমদার অনেক সাহায্য করেছেন। 


চিকিৎসার পরে কোথায় রাখা হবে? কার বাড়িতে? পরশের এক সদস্যার (আলিশা)বাড়িতে যত্নে আছে সে । এখন ১০০ পাওয়ারের বালভের নিচে রাখা হয়েছে। সুপ খাওয়ানো হলো। 

Comments