ওনাদের নিয়ে একটু ঘুরে আসা
রীতি অনুযায়ী দুর্গাপুজো শুরু না হলেও তার ঢাকের কাঠি কিন্তু ইতিমধ্যেই পড়ে গেছে। মহালয়ার আগেই উদ্বোধন হয়ে গেছে শহরের বেশ কয়েকটি পূজো মণ্ডপ। এবং তার পরেই শহরবাসী কিন্তু মেতে উঠেছে প্যান্ডেল হপিংয়ে। কিন্তু যারা ঠাকুর দেখতে বেরোতে পারেন না সঠিক মানুষের অভাবে। যাদের নির্দিষ্ট কোন আশ্রয় নেই। তাদেরকে এই বছর ঠাকুর দেখানো ছিল পরশের অন্যতম লক্ষ্য। বিজয়গড় পরশ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার বেশ কটি পূজা মন্ডপ ঘুরে দেখা হল। সঙ্গী ছিলেন গৃহহীন আশ্রয় প্রকল্পের আবাসিকরা। প্রায় ৩০ জন আবাসিক এদিন পূজা মন্ডপগুলি ঘুরে দেখেন। ঠাকুর দেখতে এসে তাদের চোখে রীতি মতন খুশির জল এসেছিল। শুধু তাই নয় যে প্যান্ডেল গুলি দেখতে সাধারণ মানুষের লম্বা লাইনের পেছনে দাঁড়াতে হয়, সেই প্যান্ডেল গুলিতে ভিআইপি গেটের মাধ্যমে তারা কিন্তু প্রবেশ করেছিলেন । বিজয়গড় পরশ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক তন্ময় গুহরায় জানান, " আমরা দুর্গ পুজোর সময় প্রতিবছরই একটু অভিনবত্ব আনার চেষ্টা করি। বিগত বছরগুলিতে যেমন বৃদ্ধাশ্রম এর মানুষ, পথশিশু দের ন...