Skip to main content

Posts

Featured

জরুরী প্রয়োজনে রক্তদাতার তথ্য সংগ্রহ শিবির

  ২৯ শে জুন রবিবার দক্ষিণ কলকাতার বিজয়গড় অঞ্চলে এক অন্য ধরনের শিবিরের আয়োজন করল বিজয়গড় পরশ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। আমরা সবসময়ই রক্তদান শিবিরের কথা শুনে থাকি। কিন্তু যারা রক্ত দিচ্ছেন অর্থাৎ রক্তদাতার তথ্য সংগ্রহ শিবিরের কথা হয়তো কমই শুনেছি। এদিন বিজয়গড় পরশ ঠিক এই কাজটাই করল। রাস্তার পাশে ক্যাম্প করে রক্তদাতার তথ্য সংগ্রহ শিবিরের আয়োজন করল তারা। রক্তদাতার নাম, ঠিকানা, যোগাযোগ নম্বর এবং রক্তের গ্রুপ এই সব কিছু নথিভুক্ত থাকছে সেখানে। লক্ষ্য প্রয়োজনীয় সময়ে যখন রক্তদাতাদের দরকার হয় তখন এই লিস্ট থেকে উপযুক্ত রক্তদাতাদের এই সময় প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করা এবং তাদেরকে সেখানে রক্তদানের জন্য আহ্বান জানানো। এই ক্যাম্প শুধুমাত্র একদিনের জন্য নয়। এই ক্যাম্প আগামী দিনেও চলতে থাকবে। 

Latest Posts

সাধারণদের কিছুটা স্বস্তি দিতে এগিয়ে এলাম আমরা

নির্বাকের সাথে নববর্ষের শুরু

আনন্দ ভাগ করে নেওয়া

তাদের আমন্ত্রণে পরশ

শর্মিষ্ঠা পালের স্মরণে