ছাত্রীদের পাশে সাত্যকি এবং অঞ্জন বাবু
পরশের যে শুভাকাঙ্ক্ষীর কোন অভাব নেই তা আবার প্রমাণিত হলো। ৩০ নভেম্বর রবিবার সাত্যকি রায় এবং অঞ্জন চ্যাটার্জী পরশের সঙ্গে যুক্ত ছাত্রীদের হাতে পড়াশোনার সহযোগী জিনিস তুলে দিলেন। বিজয়গড় পরশ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে তাদের দুজনকেই অনেক ধন্যবাদ।







