রাখি বন্ধন উৎসবে আমরা
যাদবপুর বিজয়গড় শিক্ষানিকেতন বিদ্যালয়ের প্রায় ১০০ জনের অধিক ছাত্রীদের ও শিক্ষিকাদের, বিজয়গড় পরশ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে, রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছিল গত ৯ই আগস্ট । পরশের পক্ষ থেকে, রাখি পরানোর সঙ্গে মিষ্টি মুখ করিয়ে ও একটি পেন উপহার স্বরূপ দেওয়া হয়। পরশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, তন্ময় গুহা রায়, আলিশা ব্যানার্জী, দীপক চ্যাটার্জী, সলিল মৈত্র, শুভাঙ্গি দাস।